রোববার শিলচর জেলা ক্রীড়া সংস্থার বিজিএম নির্বাচন ঘিরে দিনভর ছিল রাজনৈতিক নেতাদের দৌড়ঝাঁপ।ভোট পর্বের শুরুতে কিছুটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হলেও পরে ফিরে আসে মূল ছন্দে।তবে ভোটদান প্রক্রিয়া প্রায় মিটারগেজ ট্রেনের গতিতে সম্পন্ন হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্য নির্ধারণের পালা শুরু হতে গড়িয়ে যায় সন্ধ্যা।গণনা পর্ব শুরুতেই সংস্থার সদস্য কর্মকর্তারা প্রতীক্ষার অবসানে আসনে বসে পড়েন।দিনভর দৌড়ঝাঁপের পর প্রায় ক্লান্ত হয়ে পড়েন ভোটাররা।এদিকে, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন মাঠ ছেড়ে একে একে বেরিয়ে যেতে দেখা যায় উল্লেখযোগ্য পদপ্রার্থীর প্রধানদের। এতে উপস্থিত অনেকেরই আগাম রিলেক্স মুডে পরিলক্ষিত হয়।
No comments:
Post a Comment