প্রস্তুতি চলছে জোরকদমে।আন্তর্জাতিকমানের টাইকাণ্ডো চ্যাম্পিয়নশিপ শিলচরে শুরু হচ্ছে ১৬ নভেম্বর। আন্তর্জাতিক মানের আয়োজিত চ্যাম্পিয়ণশিপের আসরটির মুখ্য ইভেণ্ট হবে শিলচর ইণ্ডিয়াক্লাব ইণ্ডোর স্টেডিয়ামে।
ক্রীড়া ভারতীর পরিচালিত ফার্স্ট ইণ্ডিয়া কাপের ওপেন ইণ্টারন্যাশনাল টাইকোণ্ডো চ্যাম্পিয়নশিপ'২০১৮-র শুভারম্ভ অনুষ্টানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে মূখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সহ শিক্ষামন্ত্রীর।পাশাপাশি একঝাঁক আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা।পুরো কার্যসূচী সুষ্ট ও সুন্দর ভাবে সফল করে তুলতে সহযোগীতার হাত বাড়িয়েছে কাছাড় জেলা প্রশাসন।
এবার প্রথম শিলচরে আয়োজিত আন্তর্জাতিকমানের টাইকোণ্ডো চ্যাম্পিয়নশিপে দেশ-বিদেশের কমপক্ষে চারশতাধিক প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।এতে অংশগ্রহনকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত ছাড়াও ভূটান, বাংলাদেশ, নেপাল সহ আফগানিস্থান। বুধবার শিলচর ইণ্ডিয়া ক্লাব ইণ্ডোরে সিএম ওএসডি শেখর দে সহ কাছাড় ডিস্ট্রিক টাইকোণ্ডো এসোসিয়েশন ও আয়োজক কমিটির কর্মকর্তারা শহরে বিশ্ব টাইকোণ্ডো আসর আয়োজনের বিশদ বিবরণ তুলে ধরে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রন জানান।
এবার প্রথম শিলচরে আয়োজিত আন্তর্জাতিকমানের টাইকোণ্ডো চ্যাম্পিয়নশিপে দেশ-বিদেশের কমপক্ষে চারশতাধিক প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।এতে অংশগ্রহনকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত ছাড়াও ভূটান, বাংলাদেশ, নেপাল সহ আফগানিস্থান। বুধবার শিলচর ইণ্ডিয়া ক্লাব ইণ্ডোরে সিএম ওএসডি শেখর দে সহ কাছাড় ডিস্ট্রিক টাইকোণ্ডো এসোসিয়েশন ও আয়োজক কমিটির কর্মকর্তারা শহরে বিশ্ব টাইকোণ্ডো আসর আয়োজনের বিশদ বিবরণ তুলে ধরে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রন জানান।
No comments:
Post a Comment