Thursday, January 9, 2020

মোবাইলে ৯ মাঠেই সুস্বাস্থ্য সাধন হয় বাচ্চাদের

মোবাইলে ৯ মাঠেই সুস্বাস্থ্য সাধন হয় বাচ্চাদের বললেন ডিএসএ-র সভাপতি বাবুল বাবু।
 চলতি বছরের জাতীয় যুব দিবসের বিকেলে ডিএসএ-তে এক অনন্য পরিবেশে আয়োজিত হচ্ছে "চলো মাঠে যাই"।
 প্রথমবারের মতো আয়োজিত প্রয়াসের সফলতায় বৃহস্পতিবার শিলচর ডিএসএ-তে এক সংবাদমেল করে উদ্দ‍্যোগের বিস্তারিত প্রসঙ্গ তুলে ধরেন সংস্থার বাবুল-বিজয়েন্দ্র জুটিসহ সক্রিয় কর্মকর্তারা।তারা বলেন,বর্তমানে উপযুক্ত পরিসর ও পরিকাঠামোর অভাবে নিয়মিত খেলাধুলার সুবিধা পাচ্ছেন না উঠতিরা।যার ফলে, ষাট শতাংশ বাচ্চারাই  খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত।নবপ্রজন্মের মোবাইলের প্রতি অস্বাভাবিক প্রবণতা বৃদ্ধি পেয়েছে।পাশাপাশি উঠতিদের সুস্বাস্থ্যেরও বিকাশ হচ্ছে না বলে মত ব‍্যক্ত করেন সংস্থার সভাপতি তথা প্রবীণ ক্রীড়া সংগঠক বাবুল হোড়।তাই শহরের বাচ্চাদের উদ্দ‍্যোশে ওইদিন উন্মুক্ত করে দেওয়া হবে ডিএসএ মাঠ।শুধু তাই নয়।শুধু ওইদিনই মাঠের মধ্যে থাকবে ......

No comments:

Post a Comment