Saturday, December 22, 2018

ডিএসএ-র বেডমিণ্টন।

বছরের শুরুতেই শীতকালীন বেডমিণ্টন আসরের আয়োজন করছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা।৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি অবধি ডিএসএ ইণ্ডোরে হবে বেডমিণ্টন প্রতিযোগীতামূলক আসরটি।প্রতিযোগীতায় অংশ নিতে ইচ্ছুকরা আগামী ৪ জানুয়ারি মধ্যেই নাম নথিভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
সংস্থার কার্যালয়ে এসে প্যাডলাররা প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য নাম নথিভুক্ত করা হবে।প্যাডলারদের ইভেণ্টগুলোর মধ্যে রয়েছে অনূর্ধ্ব ১১, ১৩,১৫, সিঙ্গেল বয়েজ এণ্ড গালর্স, অনূর্ধ্ব ১৫ ডাবলস বয়েজ, অনূর্ধ্ব ১৭ সিঙ্গেল এণ্ড ডাবলস বয়েজ।এছাড়াও রয়েছে ওমেন্স সিঙ্গেলস ইভেণ্ট।নক-আউট ফরম্যাটে হবে প্রতিযোগীতার ম্যাচগুলো।প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হবে ৮ জানুয়ারি বিকেল সাতটায়।একপ্রেস বিজ্ঞপ্তিতে খবরটি সংস্থার পক্ষে জানানো হয়েছে।

আসর আয়োজনে খোঁজের শনিবার সংবাদ সন্মেলন।

শীতকালীন মরশুমে বরাক ভিত্তিক বেডমিণ্টন প্রতিযোগীতার আয়োজন করল ক্রীড়া ও সাংষ্কৃতিক সংস্থা খোঁজ।সংস্থার সম্পাদক সজল লস্কর জানান, সংস্থা আয়োজিত বরাক ভ্যালী ওপেন প্রাইজমানি বেডমিণ্টন প্রতিযোগীতায় পুরুষ-মহিলা উভয়ই অংশ নিতে পারবেন। চলতি মাসের ২৮ তারিখ থেকে  শুরু হবে প্রতিযোগীতার ম্যাচ পর্ব।এতে মোট ১১ ক্যাটাগরির প্যাডলার প্রতিযোগীরা অংশ নিতে পারবেন।ক্যাটাগরি গুলোর মধ্যে বয়েজ ও গার্লসদের একাধিক বিভাগ সহ মেন-ওমেন ওপেন সিঙ্গেলস , ইণ্টার অফিস, ভেটারেন সিঙ্গেলস ও ডাবলস, মিক্স ডাবলস ইত্যাদি। টুর্ণামেণ্টে খেলাগুলো নক- আউট ফরম্যাটে হবে।প্রতিযোগীতায় অংশ নিতে ইচ্ছুকরা বয়সের প্রমাণ পত্রের নথি সহ সার্কিট হাউস রোডের এসজি স্পোর্টস বা সংস্থার কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।প্রতিযোগীদের ২৫ ডিসেম্বর মধ্যেই নাম নথিভুক্ত করার জন্য  আহ্বান জানান তিনি। প্রতিযোগিতার আসর বসবে শিলচর ডিএসএ-তে।