Friday, July 20, 2018

আজকের দিনটিতে ফ্রান্সে প্রতিষ্টাতা হয়েছিল ফিডে।

শতরঞ্জকে খিলাড়ি, শতরঞ্জি সম্রাট। রাজকীয় ক্রীড়া হিসেবেই এত্তোদিন ছিল সবার চেনা।ইদানিং কিন্তু রাজা-প্রজা নয়।দাবা মেধার খেলা। শতরঞ্জ মানেই দাবা।
২০জুলাই আন্তর্জাতিক দাবা জগতের জন্য বিশেষ দিন।  
এদিনটিতে ১৯২৪সনে গঠিত হয় ফিডে।অর্থাৎ ইণ্টারন্যাশন্যাল চেস ফেডারেশনে। এরই সূচনা লগ্নকে ১৯৬৬ সনে ইউনেসকো-র পক্ষে বিশ্ব দাবা দিবস হিসেবে ঘোষনা করা হয়।এরপর থেকে ধারাবাহিক ভাবে দিনটি উদযাপিত হচ্ছে বিশ্বজুড়ে।এবারও গোটা বিশ্বের দাবাড়ুরা নানা ভাবে দিনটি উদযাপন করেন।ভারতের খেলাধূলায় ও বুদ্ধিমত্তার ক্রীড়াযুদ্ধ হিসেবে দাবা বিশেষ স্থান দখল করেছে।
ভারতের দাবাড়ুরা বিদেশের মাটিতে দাবা খেলায় দেশের সন্মান বৃদ্ধিতে সফল রয়েছেন।দেশের প্রায় অধিকাংশ রাজ্য ও জেলা স্তরে বিশ্ব দাবা দিবসের দিনটি দাবাড়ুরা উৎসব মেজাজে পালন করছেন।দিবসটি উদযাপন উপলক্ষে পিছিঁয়ে নেই বরাক। বরাকের জেলা কাছাড়েও বিশ্ব দাবা দিবস উপলক্ষে দুদিবসীয় রেপিড চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।শুক্রবার শিলচর টাউন ক্লাব ভবনে দাবা চ্যাম্পিয়নশিপের দাবার আসরটি শুরু হয়।

Monday, July 2, 2018

২জুন বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে শিলচর ডিএসএ-তে ইণ্টার স্কুল স্পোর্টস ক্যুইজ কম্পিটিশনের আয়োজন করল বাকস।এতে শহরের অধরচাঁদ হাইয়ার সেকেণ্ডারি স্কুল, রামানুজ বিদ্যামন্দির, মূর্শিদল আলম অ্যাকাডেমি থেকে ১৪জন প্রতিযোগী অংশ নেয়।তিনটি রাউণ্ডের ক্রীড়া বিষয়ক ক্যুইজ প্রশ্নোত্তর পর্ব শেষে বিজয়ীদের পুরষ্কার তুলে দেওয়া হয় ।

Sunday, July 1, 2018

Cachar Badminton 22

22 Badminton players from Cachar dist. Different category going on participation 3rd State level ranking tournament held at Nagon from on 04july. Team leave from Silchar on Sunday. 

Fifa

Football fever in World. 
Welcome Sports likers.